বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ডাক্তার-ভ্যাকসিন নেই

পার্বতীপুরে খুরারোগে গরুর মৃত্যু বাড়ছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বাড়ছে খুরারোগে গরুর মৃত্যু। এ জন্য স্থানীয় হাসপাতালে জনবল সংকট ও পর্যাপ্ত ভ্যাকসিন না থাকাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। পার্বতীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন পদ দুটি শূন্য। এছাড়া উপজেলা পশুসম্পদ হাসপাতালে খুরারোগ প্রতিরোধক ভ্যাকসিন না থাকায় দুর্ভোগে পড়েছেন খামারি ও গরু মালিকরা। জানা যায়, প্রায় এক মাস ধরে পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ব্যাপক আকারে খুরা রোগ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে এ সময়ে মারা গেছে অর্ধশতাধিক গরু। আক্রান্ত হয়েছে আরও শতাধিক। ক্ষতিগ্রস্ত মালিকরা অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গিয়ে ডাক্তার, সময়মত ভ্যাকসিন কিংবা ওষুধ কোনোটাই মিলছে না। বিভিন্ন এনজিওর চিকিৎসা কর্মীদের সহায়তায় বাজার থেকে ওষুধ কিনে রোগাক্রান্ত গরুর চিকিৎসা করেও কোনো সুফল পাচ্ছেন না। বাধ্য হয়ে অনেকে গরু বিক্রি করে দিচ্ছেন। ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) মমিনুর রহমান বলেন, ‘উপজেলা হাসপাতালে জনবল সংখ্যা ১১ হলেও তিনটি পদ শূন্য। যারা আছেন তাদের ফিল্ডেও কাজ করতে হয়।’ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক বলেন, ‘মাসিক ভিত্তিতে আমরা কিছু ভ্যাকসিন পাই যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে পটাসজাতীয় ওষুধ দিয়ে আক্রান্ত জায়গা ধুয়ে দিলে উপকার পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর