বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারত থেকে পাচার করে আনা পাঁচ শিশুকে ফেরত

ফেনী প্রতিনিধি

ভারত থেকে পাচার করে আনা পাঁচ শিশুকে ফেরত দেওয়া হয়েছে। ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে বিজিবি সোমবার রাতে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। শিশুরা হল- ভারতের ত্রিপুরার ভাঙারপাড় খিলপারার আবুল বাসারের ছেলে শামীম (৮), এমাদ উল্ল্যার ছেলে শাহীন (৭), একই এলাকার তক্কিন (৩), নাছরিন (৩) ও ওবায়দ (৭ মাস)। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকা থেকে পুলিশ পাঁচ ভারতীয় শিশুসহ রেহানা নামে এক মহিলাকে আটক করে। পরে শিশুদের চট্টগ্রাম সরকারি শিশু পরিবারে পাঠিয়ে দেওয়া হয়। গত সোমবার নোয়াখালী কোম্পনীগঞ্জ (আমলী আদালত-৩) ম্যাজিস্ট্রেট ফারজাহান ভূঁইয়ার আদালতে শিশুদের হাজির করা হলে আদালত তাদের বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর