বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লায় রেল সড়কে বসছে ১০ বাজার, বাড়ছে দুর্ঘটনা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় রেল সড়কে বসছে ১০ বাজার, বাড়ছে দুর্ঘটনা

লাকসাম-নোয়াখালী রেল সড়কে দৌলতগঞ্জ বাজার -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা জেলার ১০৯ কিলোমিটার রেল সড়কে ও নিকটবর্তী স্থানে বসছে ১০ বাজার এবং দোকানপাট। এতে দুর্ঘটনার পাশাপাশি রেল লাইনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারগুলো হলো- লাকসাম-চাঁদপুর রেল সড়কের চিতোষী, লাকসাম-নোয়াখালী রেল সড়কের দৌলতগঞ্জ, খিলা, নাথেপেটুয়া ও বিপুলাসার, লাকসাম-চট্টগ্রাম রেল সড়কের হাসানপুর ও নাঙ্গলকোট, লাকসাম-আখাউড়া রেল সড়কের বাগমারা, কুমিল্লার শাসনগাছা ও সালদা নদী। সূত্র জানায়, রেল সড়কে সবচেয়ে বড় কাঁচা বাজার বসে কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জে। এখানে রেল লাইনের সঙ্গে লাগিয়ে সবজির ঝুড়ি রাখা হয়। ট্রেন আসলে ক্রেতা-বিক্রেতারা লাইন থেকে সরে দাঁড়ায়। এখানে একাধিক মানুষ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। সস্প্রতি একটি চক্র দৌলতগঞ্জ রেল স্টেশনের দুটি লাইনের মাঝে বালু ফেলে মার্কেট করার জন্য ভরাট করছে। এছাড়া রেল সড়কের উপর ফেলা হচ্ছে আবর্জনা। বাগমারা বাজারে রেল গেট সংলগ্ন স্থানে সিএনজি অটো রিকশার স্ট্যান্ড করা হয়েছে। রেল লাইনের পাশে বসছে বিভিন্ন দোকান। এখানে সস্প্রতি যানজট সরাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন রেলের গেটম্যান। রেলওয়ে কুমিল্লার সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, রেল সড়কে হাঁটা-চলাও বেআইনি। সেখানে বাজার বসা দুঃখজনক। এতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে রেললাইন। বাজার ও অবৈধ স্থাপনা সরাতে আমরা বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছি। তবে তারা আবার বসছে। এজন্য সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। 

সর্বশেষ খবর