বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ নয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়া, সিরজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজারের চকরিয়া ও রংপুরের বদরগঞ্জে প্রাণহানি ঘটেছে আরও সাতজনের। ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- কুমিল্লা : সদর দক্ষিণ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার করপাতি গ্রামের আলী আজম ও তার স্ত্রী ছামনা খাতুন। বগুড়া : আদমদীঘিতে সিএনজিচালিত অটোরিকশা ও জিপের সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার প্রাণনাথ গ্রামের নুর ইসলামের ছেলে রাহাত ও নওগাঁ জেলা সদরের রিমা। সিরাজগঞ্জ : উল্লাপাড়ার পূর্বদেলুয়া ব্রিজের কাছে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল অজ্ঞাত পরিচয় নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় মাইক্রোবাস চাপায় মৃত্যু হয়েছে যুঁথী নামে এক স্কুলছাত্রী। যুঁথী সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার সুহিলপুরে গতকাল ট্রাক্টরচাপায় বেলাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন সোহেল নামে আরো এক আরোহী। হতাহতদের বাড়ি নবীনগর উপজেলার টিয়ারা গ্রামে। চকরিয়া : চকরিয়ার হারবাং ইনানী রিসোর্ট এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোচালক মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। নিহত মোস্তাফিজ লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের আবুল খায়েরের ছেলে। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় খাদেমুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাধানগর ইউপির লালদিঘী উত্তর পাড়ার জবার আলির ছেলে। এছাড়া ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে মধুপুর চৌরাস্তা নামক স্থানে গতকাল দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ১০ জনকে সদর হাসপাতাল এবং বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর