বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

কাল থেকে জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গী কহরদরিয়া খ্যাত তুরাগ নদের তীরে জোড় ইজতেমা কাল শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপি এ ইজতেমা ২৪ ডিসেম্বর মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এবারও জোড় ইজতেমায় লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করছেন ময়দানের মুরব্বীরা। নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। ময়দানে আসা মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। - টঙ্গী প্রতিনিধি

 

প্রতিবন্ধীদের হুইল চেয়ার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। সমাজসেবা অধিদফতর ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে ১০টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার অসহায় প্রতিবন্ধী ৫১ নারী-পুরুষকে হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহিমা আক্তার প্রমুখ। - সোনারগাঁ প্রতিনিধি

 

চার প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে নিম্নমানের খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে সহকারী ভ‚মি কমিশনার (সিদ্ধিরগঞ্জ সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায় গতকাল এ অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে পাঠানটুলী ক্যাফে আড্ডা হোটেলকে ২০ হাজার, চৌধুরীবাড়ী লক্ষী মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, ওমেগা কাবাব হোটেলকে ২৫ হাজার ও প্রাণ ভল্লম মিষ্টি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। - সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

বাল্যবিয়ে রোধে সাইকেল র‌্যালি

বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাইসাইকেল র‌্যালি করেছে শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের সাইকেল চালিয়ে বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে রোধে প্রচারণা চালিয়েছেন। জাজিরা উপজেলা পরিষদ মিলানায়তন থেকে গতকাল সকালে দুই শতাধিক সাইকেল নিয়ে এ র‌্যালি বের হয়। র‌্যালিটি ২০ কিলোমিটার সড়ক ঘুরে পূর্ব নাওডুবার হয়ে আবার উপজেলা পরিষদের এসে শেষ হয়। -শরীয়তপুর প্রতিনিধি

 

গৃহবধূর লাশ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়ার ডোবা থেকে গতকাল সন্ধ্যায় নাসিমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাটিপাড়া গ্রামের অবিশ্বাস মিয়ার স্ত্রী নাসিমা আক্তার বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। বারহাট্টা থানার ওসি জানান, লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ডোবায় লাশ ফেলে রাখা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

-নেত্রকোনা প্রতিনিধি

 

১২০ পরিবারকে অনুদান

সিলেটের বিশ্বনাথে ১২০টি অসহায় দরিদ্র পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ‘প্রবার্টি ফাস্ট’-এর প্রতিষ্ঠাতা আকবর আলী ও সুফিয়া খাতুনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান দেওয়া হয়। এর আগে আকবর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সুহেল আহমদ চৌধুরী, আবুল কালাম কছির ও সিরাজ খান।-বিশ্বনাথ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর