শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চাঁপাইয়ে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দিনে গরম রাতে ঠাণ্ডা, আর সকালে ঘনকুয়াশা। এখন এমন আবহাওয়া বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জে। আবহাওয়ার বিরূপ প্রভাবে ঠাণ্ডা, জ্বর, সর্দি, কাঁশিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এ জেলার মানুষ। অনেকে চিকিৎসা নিচ্ছেন স্থানীয় হাসপাতালে। তবে আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। জানা গেছে, আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে ২০টি। শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও এতে ভয়ের কিছু নেই বলে জানান চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবুল কাশেম জানান, দিনে কিছুটা গরম থাকলে সন্ধ্যার পর এবং সকালের দিকে শীত পড়ায় মানুষ ঠাণ্ডা, জ্বর, সর্দি-কাঁশিতে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের ৬০ ভাগই শিশু। আরেক শিশু বিশেষজ্ঞ ডা. বিপদ ভঞ্জন জানান, শীতকাল এলে এরকম কিছু ভাইরাস রোগ সাধারণত হয়ে থাকে, এটি রোটা ভাইরাস থেকে হয়। জেলা সিভিল সার্জন ডা. আলাউদ্দিন জানান, এক সপ্তাহে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালে মেডিসিন, কনসালটেন্ট, চক্ষু, নাক-কানগলা বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় এবং নার্স, টেকনিশিয়ানসহ জনবল সংকট থাকায় রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

সর্বশেষ খবর