শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড়ঝাঁপ

আজাহারুল ইসলাম রাজু, ধামরাই

দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য

মেয়র প্রার্থীদের দৌড়ঝাঁপ

নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ না হলেও ঢাকার ধামরাই পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিল প্রার্থীরা বসে নেই। পরিচিতি বাড়াতে তারা যোগ দিচ্ছেন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে। ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে ফেলেছেন পৌর এলাকার অলিগলি। ওঠান বৈঠক, মতবিনিময় ও ফেসবুকের মাধ্যমে দোয়া ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দলীয় সমর্থন পেতে স্থানীয় এমপি ও কেন্দ্রীয় নেতাদের কাছেও দৌড়ঝাঁপ শুরু করেছেন। আওয়ামী লীগ থেকে যারা প্রচার-প্রচারণায় নেমেছেন তারা হলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ধর্মবিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র সাহেব আলী, সাবেক যুগ্ম সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ। বিএনপি থেকে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, কেন্দীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হাসান অভি। স্বতন্ত্র থেকে প্রস্তুতি নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আব্দুল সাত্তার মেম্বার ও ডা. আলমগীর কবীর। পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবির জানান, ধামরাই পৌরসভাকে মাদক, নেশা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য হবে। দলের মনোনয়ন নিয়ে তিনি পৌরবাসীর কাছে দাঁড়াবেন এটাই তার প্রত্যাশা। স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী ডা. আলমগীর কবীর জানান, ট্যাক্সমুক্ত যানবাহন, ঝুঁকিমুক্ত রাস্তাঘাট এবং বিজ্ঞানসম্মত পয়:নিষ্কাশন ব্যবস্থা করাই হবে তার লক্ষ্য। বর্তমান মেয়র পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু জানান, হাই কমান্ড তাকে মনোনয়ন দিলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তার দাবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গত নির্বাচনের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন।

সর্বশেষ খবর