শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ

একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের মধ্যে মিনারা বেগম নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে ফতুল্লার তল্লা বড় মসজিদ এলাকার জাভেদের বাড়ির নিচ তলায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হলেন, জাভেদের বাড়ির নিচ তলার ভাড়াটে মনির হোসেন (৩৮), তার স্ত্রী মিনারা বেগম (৩০), ছেলে লিমন (৭) ও মিনহাজ (৫) এবং ভাগ্নে রহিম (২২)। আহতদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল মান্নান বলেন, বৃহস্পতিবার ভোরে মনিরের স্ত্রী মিনারা ঘুম থেকে উঠে রান্না ঘরে গিয়ে চুলা জ্বালাবার জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার স্ত্রী মারাত্মক দগ্ধ হন। আগুনের স্ফুলিঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় বাসার অন্যরাও দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ এবং তাদের চিৎকারে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর