শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

কঠিন চীবর দানোৎসবে রাঙামাটি চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় ও চাকমা রানী উয়েন ইয়েন রাখাইনসহ অন্যরা -বাংলাদেশ প্রতিদিন

পুণ্যার্থীদের সাধু-সাধু-সাধু ধ্বনির মধ্য দিয়ে শেষ হয়েছে রাঙামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী ৪২তম কঠিন চীবর দানোৎসব। গতকাল মহাদানযজ্ঞ সম্পাদনের মধ্য দিয়ে এ মহোৎসব সম্পন্ন হয়। নানা আচার-অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দানোৎসবে রাজবন বিহারে বসে লাখো মানুষের মিলনমেলা। রাজবন এলাকা পরিণত হয় লোকারণ্যে।

এই মহাপুণ্যানুষ্ঠানে অগনিত পুণ্যার্থীর পাশাপাশি ঢল নামে হাজার হাজার দর্শনার্থীর। সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের লক্ষাধিক নারী-পুরুষের মহাসম্মিলনে গোটা রাজবন বিহার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সর্বশেষ খবর