শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হাসপাতাল কক্ষে চলে রাতভর মাদক সেবন

লালমনিরহাট প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের পাশাপাশি এবার লালমনিরহাট সদর হাসপাতালে যোগ হয়েছে ফেনসিডিল সেবনের অভিযোগ। খোদ হাসপাতাল কক্ষে চলে রাতভর ফেনসিডিল সেবন। কর্তৃপক্ষ বিষয়টি জানার পর দেড় মাস আগে হাসপাতালের ইসিজি রুমটি বন্ধ করে দিলেও থামেনি মাদকসেবীদের উৎপাত।

হাসপাতালের একাধিক কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার সমর্থক বেশকিছু কর্মচারি ও বিভিন্ন ক্লিনিকের দালালরা ক্ষমতার দাপট দেখিয়ে এসব কাজ করে যাচ্ছেন। কৃর্তপক্ষ জানার পরও হয়রানির ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর হাসপাতালের ভেতরে মাদকসেবীদের আনাগোনা শুরু হয়। হাসপাতাল মাঠ, ভবনের ছাদ এবং কয়েকটি কক্ষে গভীর রাত পর্যন্ত চলে মাদকসেবন। হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্তাপ্ত) ডা. নুরুজ্জামান আহমেদ জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ইসিজি কক্ষটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

সর্বশেষ খবর