শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

নিজস্ব প্রতিবেদক

ডোবায় কিশোরীর লাশ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরে ডোবা  থেকে গতকাল দুপুরে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। লাশটি কোকিলা (১৪) নামে কিশোরীর বলে স্থানীয়রা জানায়। সে মদনগঞ্জ এলাকার আলতাফ মিয়ার  মেয়ে। ওই কিশোরীকে কেউ হত্যা বা পানিতে ডুবে মারা  গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। - নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আলমপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহসিন মিয়া ও তার স্ত্রী সখিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। - রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

শোকসভা

টাঙ্গাইল জেলার ঘাটাইলে পাঁচটিকি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে লোকেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর শোকসভা হয়েছে। ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, লুৎফর রহমান তালুকদার, বারী প্রমুখ।

-ঘাটাইল প্রতিনিধি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সড়কের পাশে বনবিভাগের গাছ কেটে নেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার ছয়দিন পর বৃহস্পতিবার রাতে উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ সেলিম বিভাগীয় বন আদালতে মামলাটি দায়ের করেন।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আওয়ামী লীগে যোগদান

কুড়িগ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ সহস্রাধিক মানুষ আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তারা যোগদান করেন। নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম প্রমুখ।

-কুড়িগ্রাম প্রতিনিধি

অগ্নিকাণ্ড

বরিশাল নগরীর প্যারারা রোডে মেসার্স সুরভী শিপিং লাইন্সের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনায় প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সর্বশেষ খবর