রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শরীয়তপুরে লাইসেন্সবিহীন ১৬৪ করাত কল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে লাইসেন্সবিহীন ১৬৪ করাত কল

শরীয়পুরে করাত কল -বাংলাদেশ প্রতিদিন

শরীয়তপুরের বিভিন্ন স্থানে চালানো হচ্ছে অনুমোদনবিহীন করাত কল। জেলার ১৬৪টি করাত কলের নেই কোনো লাইসেন্স। নীতিমালা না মেনে বিদ্যালয়ের পাশে ও শহরের ভেতরে করাত কল স্থাপন করা হয়েছে। করাত কলের ক্রয়-বিক্রয় ও কাঠের হিসাব বন বিভাগে দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। শরীয়তপুর বন বিভাগ সূত্র জানায়, জেলায় ১৯১টি করাত কল রয়েছে। যার মধ্যে ২৭টির লাইসেন্স আছে। বাকি ১৬৪টি করাত কল অনুমোদনবিহীনভাবে চালানো হচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী শহরের ভেতর, ব্যস্ততম এলাকা, বিদ্যালয়ের পাশে করাত কল স্থাপন করা যাবে না। এ নীতিমালা ভেঙে এসব স্থানেও করাত কল স্থাপন করা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত করাত কল চালানোর নিয়ম থাকলেও চালানো হচ্ছে গভীর রাত পর্যন্ত। প্রতিটি করাত কলের কাঠ ক্রয়-বিক্রয়ের হিসাব মাস শেষে বন বিভাগে জমা দেওয়ার কথা। কিন্তু শরীয়তপুর বন বিভাগে কোনো করাত কল কর্তৃপক্ষ এ হিসাব জমা দেয় না। ডামুড্যা উপজেলার কেহরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের পাশে দুটি করাত কল স্থাপন করা হয়েছে।  জেলা শহরের ভেতর সাতটি করাত কল স্থাপন করা হয়েছে। শহরের মধ্যে কিভাবে করাত কল স্থাপন করলেন জানতে চাইলে এসব করাত কলের মালিকরা মন্তব্য করতে রাজি হননি। ডামুড্যা পৌর শহরের আটটি করাত কল রয়েছে। শরীয়তপুর বন কর্মকর্তা সুধীর কুমার রায় জানান, যে সব করাত কলের লাইসেন্স নেই তাদের চিঠি দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে লাইসেন্স না করলে কল বন্ধ করে দেওয়া হবে। শহরের ভেতরের কলগুলো অনেক আগে স্থাপন করা হয়েছে। তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর