রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কৃষি ফার্ম কর্মকর্তার স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

প্রতিদিন ডেস্ক

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে নর্থবেঙ্গল চিনিকলের কৃষ্ণা কৃষি ফার্মের সুপারভাইজারের স্ত্রী অর্চনা ঘোষালকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কৃষি ফার্মের সাত প্রহরীকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফার্ম সুপারভাইজার ভবানী দাস ঘোষালের স্ত্রী (৪৫) শুক্রবার বিকালে বাসা থেকে ফার্ম এলাকায় হাটতে বের হন। সন্ধ্যার পর তিনি বাড়ি না ফেরায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ফার্মের পাশের একটি জমি থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। অর্চনার কপাল ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এলাকাবাসীর ধারণা গণধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে নর্থবেঙ্গল চিনিকলের কৃষ্ণা কৃষি খামারের প্রহরী আজের, আকবর আলী, আহাম্মদ আলী, আব্দুল মাজেদ, অজিত চন্দ্র, সমির উদ্দিন ও জামুকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের স্বামী বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা করেছেন। নেত্রকোনায় কৃষক : জমির সীমানা বিরোধকে কেন্দ্র  করে কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় গতকাল কৃষক তৌফিকুল ইসলাম নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা শিশু : জেলার আলমডাঙ্গা উপজেলার বানিনাথপুরে পানের বরজ থেকে এনামুল হক নামে তিন বছরের শিশুর গলা কাটা লাশ শনিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এনামুল বানিনাথপুর গ্রামের নূর ইসলামের ছেলে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর