রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঘনিয়ে আসছে বিচ্ছেদ

জয়নাল পরিবারের সবাই কাঁদছেন ডুকরে ডুকরে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে অবস্থিত বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের বাসিন্দা জয়নাল আবেদীনের (৪৫) পরিবারে এখন বিচ্ছেদের সুর। ভারতে যাওয়ার দিন যতই ঘনিয়ে আসছে ততই পরিবারে বাড়ছে কান্নার রোল। এতদিন চাপাকান্না থাকলেও এখন তা হাহাকারে পরিণত হয়েছে। বিচ্ছেদের বেদনায় সবাই কাঁদছেন ডুকরে ডুকরে।

জয়নাল তার পরিবারের বৃদ্ধা মা, স্ত্রী ও চার সন্তানকে ছেড়ে (বাংলাদেশে রেখে) একাই ভারতে যাচ্ছেন। ২৪ নভেম্বর দাসিয়ারছড়া থেকে ভারতের নাগরিকত্ব গ্রহণকারী ৩০ পরিবারের ১৫০ জনের সঙ্গে জয়নাল ভুরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার-সাহেবগঞ্জ (ভারতের) সীমান্ত দিয়ে ভারতে যাবেন। যৌথ গণনায় জয়নালের পরিবারের সবাই বাংলাদেশে থেকে যাওয়ার অপশন দিলেও জয়নাল একাই ভারতে যাওয়ার অপশন দেন। পরিবারের সবার ধারণা ছিল, কিছু দিন গেলে স্ত্রী, সন্তান, মা এবং ভিটার টানে জয়নাল তার মত পরিবর্তন করবেন। কিন্তু পরিবারসহ পাড়া-প্রতিবেশীর অনুরোধ, মা ও সন্তানের প্রতি ভালোবাসা তার মনে সামান্য করুণার উদ্রেক করেনি। বরং তার মতামতের বিপক্ষে অবস্থান নেওয়ায় পরিবারের সবাইকে পথে বসাতে বাস্তুভিটার শেষ আশ্রয়টুকুও বিক্রির উদ্যোগ নিয়েছেন জয়নাল। দাসিয়ারছড়ার বোর্ডেরহাট এলাকার চেয়ারম্যানটারীতে জয়নালের বাড়ি। জয়নালের উপার্জনে চলা পরিবারটির কী হবে, এ নিয়ে চিন্তিত প্রতিবেশীরাও। সরেজমিন গতকাল দুপুরে জয়নালের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির দক্ষিণের ঘরের দরজায় মাথায় হাত দিয়ে মা জামেলা বেওয়া (৬৭) কাঁদছেন।

সর্বশেষ খবর