সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জাতীয় গ্রিডে ভোলার ২২৫ মেগা. বিদ্যুৎ

জুন্নু রায়হান, ভোলা

জাতীয় গ্রিডে ভোলার ২২৫ মেগা. বিদ্যুৎ

ভোলার শাহবাজপুর গ্যাসভিত্তিক ২২৫ মেগা. বিদ্যুৎ কেন্দ্র

শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ। গত সেপ্টেম্বরে প্লান্টের নির্মাণ কাজ শেষে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এখানে দৈনিক গড়ে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ১৮৪ মেগাওয়াট জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। চলতি বছরই প্লান্টটি উদ্বোধন করা হবে বলে জানান ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা।

প্লান্ট ম্যানেজার প্রকৌশলী শেখ শফিউদ্দিন আহমেদ জানান, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের কাছে ৪০ একর জমির উপর সরকারের এক হাজার ২০০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের এক হাজার কোটি টাকা ব্যয়ে গ্যাসভিত্তিক ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের কাজ শুরু হয় ২০১৩ সালে। চিনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ নির্ধারিত সময়ের আগেই গত জুনে নির্মাণ কাজ শেষ করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন পাওয়ার গ্রিড কোম্পানি ওই প্লান্ট থেকে বরিশালের গড়িয়ার পাড়স্থ গ্রিড সাব স্টেশন পর্যন্ত ৬৫ কিলোমিটার ওভার হেড ট্রান্সমিশন লাইল স্থাপনের কাজও শেষ করেছে। গত সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষামূলক ওভারহেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভোলা জেলা প্রশাসক জানান, শাহবাজপুরের গ্যাস ব্যবহার করে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট দক্ষিণাঞ্চলের একটি অনন্য স্থাপনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ভোলা সফরে এসে প্লান্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিষয়টি সমন্বয় করছেন বলেও জানান জেলা প্রশাসক।

সর্বশেষ খবর