সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণপিটুনিতে দুজন নিহত

না.গঞ্জে ব্যবসায়ীকে নখ তুলে ও পিটিয়ে হত্যা

প্রতিদিন ডেস্ক

জামালপুর ও মাদারীপুরে চোর-ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে নখ তুলে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছয় জেলায় খুন হয়েছেন আরও ছয়জন।

জামালপুরের ইসলামপুরে গণপিটুনিতে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে খোকা নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার মুন্নিয়ার চর গ্রামে গতকাল এই ঘটনা ঘটে। গ্রামবাসী ও পুলিশের ভাষ্য, খোকার নেতৃত্বে যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। সম্প্রতি মুন্নিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের ধাওয়া খেয়ে সে আত্মগোপনে যায়। রবিবার দুপুরে খোকা মুন্নিয়ারচর ফিরে এলে গ্রামবাসী তাকে গণপিটুনি দেন। এদিকে, মাদারীপুরের কালকিনির উত্তর রমজানপুরে চোর সন্দেহে গতকাল বাচ্চু বেপারী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বাচ্চু ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। রবিবার সকালে ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান বাচ্চু। নারায়ণগঞ্জ : ফতুল্লায় আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে পায়ের নখ তুলে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শহরের অক্টোফিস সংলগ্ন পৌর স্টেডিয়ামের সামনে বালুর মাঠ থেকে কাশেমের লাশ উদ্ধার করে পুলিশ। কাশেম উত্তর মাসদাইর গাবতলী এলাকার মফিজ বেপারীর ছেলে। এদিকে আড়াইহাজারে দাসপাড়া থেকে ইয়াকুব নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নোয়াখালী : বেগমগঞ্জে সিমা নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর গতকাল হাসপাতালে মরদেহ রেখে পালানোর সময় নিহতের শাশুড়ি ও ননদকে আটক করে পুলিশ। টাঙ্গাইল : রহস্যজনকভাকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর গতকাল তালাবদ্ধ ক্লাব ঘর থেকে মুক্তিযোদ্ধা কাশেম আলীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারি ক্লাব থেকে গতকাল পুলিশ লাশ উদ্ধার করে। এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনীয়া  অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর