সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিস্তা সেচ ক্যানেলের বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের বাঁধের একাংশ ভেঙে শতাধিক একর জমির ফসলি জমি প্লাবিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে ক্যানেলের বাঁধে ইঁদুরের গর্ত থেকে ভাঙনের সৃষ্টি হয়। এতে ভেঙে যায় ক্যানেলের প্রায় ২০ ফিট। দীর্ঘদিন সংস্কার না করার কারণে এ ভাঙনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের।

স্থানীয় আব্দুল আজিজ বলেন, ‘শনিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ পানির শো-শো শব্দ পাই। বাড়ি থেকে বের হয়ে দেখি ক্যানেলের বামতীর বাঁধ ভেঙে আমার জমিসহ আশপাশের শতাধিক একর ফসলি জমি ডুবে গেছে।’ ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু জানান, এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মকসুদার রহমান জানান, বালির বস্তা ও মাটি দিয়ে বাঁধটি সাময়িকভাবে মেরামত করা হচ্ছে।

সর্বশেষ খবর