সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চার বছরে বিচার হয়নি খুকুমনি হত্যার

পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী

ভোলা প্রতিনিধি

সাড়ে চার বছরেও ভোলার চাঞ্চল্যকর খুকুমনি হত্যার বিচার হয়নি। উল্টো জামিনে বেরিয়ে আসামিরা খুকুমনির বাবা মামলার বাদী দিনমজুর শেখ ফরিদকে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। তাদের হুমকি আর ষড়যন্ত্রমূলক মামলায় এখন পালিয়ে বেড়াচ্ছেন ফরিদ। মামলার বাদী শেখ ফরিদ জানান, ২০১০ সালে তার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে বিবাহিত মানিক জোর করে তুলে নিয়ে তার মেয়ে খুকুমনিকে বিয়ে করে। বিয়ের পর থেকে মানিকের প্রথম স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয় খুকুমনি। একপর্যায়ে খুকুকে মানিকের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়। ২০১১ সালের ১২ অক্টোবর রাতে তার মেয়েকে প্রতিবেশীদের সহায়তায় ঘর থেকে বের করে নিয়ে শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে রাখে মানিক। এর দুই দিন পর পুলিশ লাশ উদ্ধার করে। খুকুর ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট ধরে পুলিশ সবুজ ও সফিজল নামে দুজনকে আটক করে। চার মাস পর জামিনে বেরিয়ে তারা হুমকি ধামকি দিতে থাকে। সাড়ে তিন বছর পর মূল হত্যাকারী মানিককে গ্রেফতার ও তাকে একমাত্র আসামি করে চার্জশিট দেওয়া হয়। মামলাটি থানা পুলিশ থেকে সিআইডি হয়ে বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মোহাইমিনুল ইসলাম জানান, মামলাটি জটিল।

আসামি সবুজ ও সফিজলকে জামিন দিলে বাদি শেখ ফরিদের আপত্তি নেই এমন লিখিত দেওয়ায় মামলাটি হাল্কা হয়ে গেছে। শেখ ফরিদ জানান, তিনি লেখাপড়া জানেন না। স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ তাকে ভুল বুঝিয়ে ও চাপ প্রয়োগ করে ওই লিখিত নিয়েছিল।

সর্বশেষ খবর