সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

গলায় আঁটি আটকেশিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে গলায় জলপাইয়ের আঁটি আটকে গতকাল দুপুরে ফরহান সিহাব সাদিক নামের আট মাসের শিশু মারা গেছে। নিহত সাদিক উপজেলার কতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের ফরিদুজ্জামান নুলু মিয়ার ছেলে। বগুড়ার সারিায়কান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউল হক গাজী জানান, দেবডাঙ্গা গ্রামের ফরিদুজ্জামান নুলু মিয়ার শিশুপুত্র বাড়ির আঙিনায় খেলা করার সময় সবার অজান্তে  জলপাইয়ের আঁটি মুখে দিলে সেটি গলায় আটকে যায়। এরপর দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। - নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়ায় আব্দুল কাদের লস্কার নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল কাদেরের বাড়ি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে। সদর থানার ওসি জানান, একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। - ঝিনাইদহ প্রতিনিধি

 

২০ লাখ টাকার ইউপিএসসহ গ্রেফতার ২

নরসিংদী থেকে ডাকাতি হওয়া ২০ লাখ টাকার ইউপিএসসহ দুজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হল, মোশাররফ ও নাহিদ হাসান। নরসিংদী গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল গাফফার জানান, ১০ জুলাই রাতে প্রায় এক কোটি টাকার ইউপিএস নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভগীরথপুর দিয়ে ঢাকা যাওয়ার পথে গাড়িটি ডাকাতের কবলে পড়ে। - নরসিংদী প্রতিনিধি

 

স্কুলভবন উদ্বোধন

ধামরাই  আব্দুস সোবহান মডেল স্কুলের দুটি নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় এমপি আলহাজ এমএ মালেক রবিবার  দুপুরে ভবন দুটির উদ্বোধন করেন। এ সময় আব্দুল সোবহান মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটি ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈদয় শরিফুল ইসলাম, সমাজসেবক আন্তর্জাতিক ব্যবসায়ী আলহাজ আহমদ আল জামান, সাবেক যুগ্মসচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা রহমান। -ধামরাই (ঢাকা) প্রতিনিধি

 

মাটির নিচে সরকারি ওষুধ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের কাছে মাটির নিচ থেকে গতকাল বেশকিছু সরকারি ওষুধ উদ্ধার করেছেন স্থানীয়রা। ক্লিনিকের কেউ পাচারের উদ্দেশ্যে ওষুধগুলো পুঁতে রাখেন বলে স্থানীয়দের অভিযোগ। পলাশবাড়ি থানার ওসি জানান, উদ্ধার ওষুধের বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ। এ ব্যাপারে ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার ফৌজিয়া আক্তারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাশবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহানা বানু জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

-গাইবান্ধা প্রতিনিধি

৭৭ লাখ টাকাসহ আটক ২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাস যাত্রী শাহিনুর ইসলাম ও সবুজকে আটক করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। গতকাল দুপুরে উপজেলার খেতাব মোড় এলাকার আরেফিন ফিলিং স্টেশনের সামনে পুলিশ এ অভিযান চালায়।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য প্রদান করে।

-দিনাজপুর প্রতিনিধি

 

প্রতিবন্ধী খুনের বিচার দাবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুদ্ধিপ্রতিবন্ধী শাহিনের (২৬) হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কম্পন প্রতিবন্ধী ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল দুপুরে কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। উল্লেখ্য, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের খয়েরচারা গ্রামের মীর রেজওয়ান আলীর ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী মীর শাহীন আলীকে গত ২৫ অক্টোবর দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে।

-কুষ্টিয়া প্রতিনিধি

প্রতিষ্ঠাবার্ষিকী

গণমানুষের প্রত্যাশা পূরণে সংবাদপত্রকে আরও জনপ্রিয় করার অঙ্গীকার নিয়ে ১৬ নভেম্বর খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ইউনিয়ন কার্যালয় চত্বরে আলোচনায় সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরদার আনিসুর রহমান পপলু। বক্তৃতা করেন সাংবাদিক কাজী মোতাহার রহমান ও মাহাবুব আলম সোহাগ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নাসির হোসেন, আসাদুজ্জামান আসাদ, ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গাজী ও দপ্তর সম্পাদক হাফিজুর রহমান। অনুষ্ঠানে ৪২ পাউন্ড ওজনের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -নিজস্ব প্রতিবেদক, খুলনা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর