সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লায় সন্তান হত্যার অভিযোগে মা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর গ্রামে ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা নিলুফা বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়।

সূত্র জানায়, উপজেলার জাহাপুর গ্রামের মিরু হোসেনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে একই গ্রামে হোসেন মিয়ার স্ত্রী নিলুফা বেগমের। ঘটনাটি জানাজানি হলে নিলুফা বেগমকে চাপ প্রয়োগ করে স্বামী। স্বামী হোসেন মিয়াকে ফাঁসাতে নিলুফার যোগসাজশে মিরু হোসেন শিশু ফয়সালকে (৭) চলতি বছরের ২৮ জুলাই খুন করে লাশ গোমতী নদীতে ফেলে দেয়। ৩০ জুলাই পুলিশ পার্শ^বর্তী তিতাস উপজেলার খানেবাড়ি গোমতী নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে নিলুফা বেগম বাদী হয়ে তার স্বামী (ফয়সালের বাবা) হোসেন মিয়া এবং চাচা নজরুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। পরে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে মিরুকে আটক করে জেলহাজতে পাঠায়। নিলুফা বেগম রবিবার কুমিল্লার আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়। মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, সন্তান হত্যায় অভিযুক্ত নিলুফা বেগমকে রবিবার জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সর্বশেষ খবর