সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলিন্ডার দিয়ে পুনর্বাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্দর উপজেলায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারকারীদের ভর্তুকি দিয়ে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে পুনর্বাসনের ঘোষণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল বন্দর উপজেলায় অবৈধভাবে স্থাপিত গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন/ অপসারণের বিষয়ে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এ ঘোষণা দেন।

সভায় বলা হয়, বন্দর উপজেলা অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ হাজার। ওই ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগধারীকে গ্যাস সিলিন্ডার দিয়ে পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে আড়াই কোটি টাকা খরচ হবে। এ টাকার এক কোটি বিকেএমইএ, এক কোটি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং ৫০ লাখ সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মঞ্জুরুল হক, গাউসুল আজম প্রমুখ।

সর্বশেষ খবর