শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব কাজে লাগাতে চায় বিএনপি

লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ

আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব কাজে লাগাতে চায় বিএনপি

তফসিল ঘোষণার আগেই মুন্সীগঞ্জ পৌরসভায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে নেমে পড়েছেন। ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ, স্থানীয় অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রার্থিতার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন তারা। এরই মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মো. ফয়সাল বিপ্লব ও মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাড. মৃণাল কান্তি দাস সমর্থিত সম্ভাব্য প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রামের পক্ষে মুন্সীগঞ্জ শহরজুড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। এছাড়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন কল্লোল, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লার নাম শোনা যাচ্ছে। অপরদিকে আসন্ন পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন মুন্সীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র একেএম এরাদত মানু, সাবেক কমিশনার শহিদুল ইসলাম শহিদ কমিশনার এবং শহিদ কমিশনারের ভাগ্নে মো সুলতান আহম্মদ।

মীরকাদিম পৌর সভা : জেলা সদরের মীরকাদিম পৌরসভার বর্তমান মেয়র মো. শহিদুল ইসলাম শাহীন আগে-ভাগেই প্রচারণায় নেমে পড়েছেন। গতবার তিনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হলেও আওয়ামী লীগে যোগদান করায় এ বছর আওয়লীগের হয়ে নির্বাচন করবেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এছাড়া সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম মনসুর আহম্মদ এবং মো. জামাল হোসেন দলীয় মনোনয়ন নিতে মাঠে রয়েছেন। এদিকে জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। এ ছাড়া এ দলের হয়ে সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, হাজী মো. ফারুক মোল্লা স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে ছুটে ফিরছেন।

সর্বশেষ খবর