শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘তাজরীন ট্র্যাজেডির’ তৃতীয় বার্ষিকী আজ

আশুলিয়া প্রতিনিধি

আজ ২৪ নভেম্বর। দেশের পোশাক শিল্পের এক স্মরণীয় দিন। ২০১২ সালের এই দিনে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুরে তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৩ শ্রমিকের মৃতু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক। অগ্নিকাণ্ডের তিন বছর পেরিয়ে গেলেও এখনও অনেক ক্ষতিগ্রস্ত পরিবার সরকার ও বিজিএমই ঘোষিত আর্থিক সহায়তা পাননি বলে অভিযোগ স্বজনদের। আজ থেকে তিন বছর আগে এই দিনটিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন নামের পোশাক কারখানার নিচ তলায় থাকা তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে লেলিহান শিখা পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফ্লোরে থাকা প্রায় এক হাজার শ্রমিক জীবন বাঁচাতে দিগি¦দিক ছুটাছুটি শুরু করে। অনেকে ছাদ থেকে, জানালা দিয়ে লাফিয়ে বা ভবনের পাইপ বেয়ে জীবন রক্ষা করতে পারলেও ১১৩ শ্রমিকের প্রাণ কেড়ে নেয় আগুন। আহত হন তিন শতাধিক। সে দিনের ভয়াবহ স্মৃতি আজও তাদের বয়ে বেড়াতে হচ্ছে।

সর্বশেষ খবর