শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

লক্ষীপুরে যুবক ও নাটোরে গৃহবধূকে নির্মম নির্যাতন

প্রতিদিন ডেস্ক

লক্ষীপুরে চোর সন্দেহে এক মানসিক প্রতিবন্ধী যুবক এবং সিংড়ায় (নাটোর) এক গৃহবধূ আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। লক্ষীপুর প্রতিনিধি জানান, লক্ষীপুরে চোর সন্দেহে সালাহ উদ্দিন নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে আগুনের ছেঁকা ও পিটিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। পৌর বাস টার্মিনালের উত্তর পাশে বাঞ্ছানগর গ্রামের জবেদ উল্লাহ মুন্সি বাড়ির সামনে রাতভর সুপারি গাছের সঙ্গে বেঁধে তার ওপর বর্বর এ নির্যাতন চালানো হয়। সোমবার সকালে ওই যুবককে গুরুতর অবস্থায় লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার সালাহ উদ্দিন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের বাকপ্রতিবন্ধী সফিক উল্লাহর ছেলে। এ ব্যাপারে লক্ষীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানের নির্যাতনের শিকার গৃহবধূ ফজিলা বেগম এখন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে যন্ত্রণায় ছটফট করছেন। প্রকাশ্যে রাস্তা দিয়ে অস্ত্রের মুখে টেনে বনকুড়ি ব্রিজে নিয়ে তার মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করার পর ভেঙে দেওয়া হয়েছে তার বাম পা ও হাত। এ ঘটনায় গতকাল বিকালে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যান সুলতান আহমেদ ওরফে বাবা সুলতানসহ নয়জনের নামে মামলা করেছেন স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাতেম আলী।

সর্বশেষ খবর