শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় খাদ্যে বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেলে গতকাল বেলা ১১টার দিকে তারা মারা যায়। একই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শিশু দুটির মা রেনু মালো। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার রাজাপুর গ্রামের সুকলাল মালোর স্ত্রী রেনু মালো (৫২), তার ছেলে সুব্রত (৮) ও মেয়ে অনিতা (১২) শনিবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে না উঠলে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুব্রত ও অনিতা। হাসপাতালের সেবিকা সালমা জানান, ভাই-বোন মারা গেলেও তাদের মা সুস্থ রয়েছেন। তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ায় শিশু দুটি মারা গেছে। অসুস্থ রেনুর সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। লাশের ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। হাসপাতালে ভর্তি থাকা রেনু জানান, শনিবার দুপুরে একই খাবার খেলেও তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু রাতে ওই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। তার ধারণা খাদ্যে কেউ বিষ মিশিয়েছে।

সর্বশেষ খবর