বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

লাকসামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত

সাইফ খান, লাকসাম

কুমিল্লার লাকসামে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। লাকসাম সদরের ফতেপুর নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোচালক জসিম উদ্দিন, যাত্রী মোহসেনা আক্তার, রোজিনা আক্তার, নাসরিন, সবুজ ও পথচারী আবুল কালাম। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা-নোয়াখালী সড়কের ফতেপুরে নোয়াখালীগামী ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পথচারী লাকসাম পৌরসভার মমতাজ মিয়ার ছেলে আবুল কালাম ও অটোচালক লাকসাম উপজেলার রাজাপুরের আবদুল মান্নানের ছেলে জসিম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোযাত্রী রাজাপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার, জহির আহমদের স্ত্রী মোহছেনা আক্তার, জয়নাল আবেদীনের ছেলে সবুজ ও নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামের আলী আক্কাছের মেয়ে নাছরিন আক্তার। এদের মধ্যে রোজিনা ও নাছরিন লাকসাম ন.ফ.স কলেজের অনার্সের ছাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহত মোহছেনার শিশুসন্তান। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে, বুড়িচং উপজেলার কোরপাইতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে এর সুপারভাইজার নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বুড়িচং উপজেলার বাকশিমূল গ্রামের ফজলুল হকের ছেলে আজাদুর রহমান। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ যাত্রী।

চার জেলায় আরও চার প্রাণহানি : আমাদের প্রতিনিধিরা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় নামক স্থানে গতকাল মাহেন্দ  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সোহেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের সাইফুল হকের ছেলে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নসিমন ও প্রাইভেটকার সংঘর্ষে রূপা মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মঠখোলা-মির্জাপুর সড়কের দাউদপুরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের তাড়াশে শ্যালোইঞ্জিনচালিত ভটভটি খাদে পড়ে মো. আব্দুল নামে ভটভটি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভটভটির আরও দুই যাত্রী। নিহত আব্দুল উপজেলার কুসুম্বি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এছাড়া চট্টগ্রাম নগরীতে টেক্সি, কার্ভাড ভ্যান ও টেম্পুর ত্রিমুখি সংঘর্ষে আবু বকর সিদ্দিক নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আবু বকর নোয়াখালীর হাতিয়ার আবদুল আজিজের ছেলে।

সর্বশেষ খবর