বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

মেহেরপুর প্রতিনিধি

ফুটবল খেলাকে কেন্দ  করে মাইকে ঘোষণা দিয়ে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা ও গোভীপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে গোভীপুর গ্রামের জুয়েল রানা নামে এক যুবক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে গোভীপুর গ্রামের সেচ দেওয়া ডজন খানিক শ্যালোমেশিনসহ বিভিন্ন খেতের ফসল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। গোভীপুর গ্রামের মাঠে গতকাল এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকালে সদর উপজেলার গুচ্ছগ্রাম তরুণ সংগঠনের উদ্যোগে গুচ্ছগ্রাম ফুটবলমাঠে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় গোভীপুর একাদশ দক্ষিণ শালিকা একাদশের কাছে পরাজিত হয়। খেলা চলাকালে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে সোমবার বিকালে শালিকা গ্রামের এনামুল হকের ওপর হামলা চালায় গোভীপুরের কয়েক যুবক। এ খবর দক্ষিণ শালিকায় পৌঁছলে গ্রামবাসী একজোট হয়ে মঙ্গলবার সকালে গোভীপুর গ্রামে হামলা করার জন্য মাইকে ঘোষণা দেন। সংবাদ পেয়ে গোভিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মাইকে লোকজনকে সতর্ক করে পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা মতে সকালে দুই গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্রসহ পাল্টাপাল্টি হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও ২০/২৫ বিঘা জমির ফসল নষ্ট করে। সদর থানার ওসি আহসান হাবিব বলেন, উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনার খবর শুনে দুই গ্রামের সীমান্তে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনায় কোনো মামলা হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর