বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগ প্রস্তুত দ্বিধায় বিএনপি

জয়পুরহাট

মাজেদ রহমান, জয়পুরহাট

আওয়ামী লীগ প্রস্তুত দ্বিধায় বিএনপি

জয়পুরহাট পৌরসভায় আওয়ামী লীগ থেকে মেয়র পদে আগ্রহ দেখিয়ে দৌড়ঝাঁপ করছেন সাতজন। অন্যদিকে নাশকতাসহ বিভিন্ন মামলায় জর্জরিত বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী। তাই পৌর নির্বাচন নিয়ে তেমন উৎসাহ-উদ্দীপনা নেই বিএনপির মধ্যে। আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নন্দলাল পার্শী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ খাজা সামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাকির হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু। এছাড়া আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলার বদর উদ্দিন সেলিম, দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাকের নামও শোনা যাচ্ছে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে। অপরদিকে প্রতিকূল অবস্থার মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- জেলা বিএনপির সহসভাপতি মমতাজ উদ্দীন মণ্ডল, জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ সামছুল হক, জেলা বিএনপির সহসভাপতি পৌর কাউন্সিলর গোলজার হোসেন। জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তিতাস মোস্তফা এবং জেলা জাতীয় পার্টির আহবায়ক হেলালউদ্দিন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। দিলে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন প্রার্থী হতে পারেন।

সর্বশেষ খবর