বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
এসএসসির ফরম পূরণ

যশোরে অতিরিক্ত চার কোটি টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক, যশোর

চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণে শুধু যশোর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত চার কোটি ছয় লাখ টাকা আদায় করছে। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে গতকাল স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিপ্লবী ছাত্রমৈত্রীর যশোর জেলা শাখা। সংবাদ সম্মেলনে বলা হয়, এবার যশোর জেলা থেকে ২৭ হাজার ১১৭ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। যশোর শিক্ষা বোর্ড ফরম পূরণে বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৪৪৫ এবং বাণিজ্য ও মানবিকের জন্য এক হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করে। কিন্তু বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। ছাত্রমৈত্রীর নেতারা বলেন, যশোরে বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে আড়াই হাজার থেকে তিন হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করেছে। আর মানবিক ও বাণিজ্য বিভাগে স্কুলভেদে নেওয়া হয়েছে দুই হাজার থেকে দুই হাজার ৮০০ টাকা। অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ  বলেন, ‘আমিও শুনেছি, কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করছে। কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠানের নাম বলেনি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর