বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

কাভার্ডভ্যান ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চালক ও হেলপারকে অচেতন করে পোশাকভর্তি একটি কাভার্ড ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে অচেতন চালক-হেলপারকে হাত-পা বেঁধে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানেলপাড় মুড়ি কারখানার সামনে ফেলে রাখে। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। টঙ্গী বিসিক এলাকার একটি কারখানা থেকে  সুতাভর্তি করে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াপাড়া ও বন্দর থানার মদনপুরের মাঝামাঝি স্থানে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

আহ্বায়ক কমিটি

গাজীপুর মহানগর শাখার জাতীয় পার্টির ৫৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া ও সদস্যসচিব জয়নাল আবেদীন। আবদুস সাত্তার জানান, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মঙ্গলবার এ কমিটির অনুমোদন দেন। এছাড়া পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে মহানগর শাখা কমিটির সদস্য হবেন। -গাজীপুর প্রতিনিধি

 

‘সুন্দরবন দেশের ফুসফুস’

সুন্দরবনের কাছে রামপালে এবং বুড়িগঙ্গা নদীর ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্র  নির্মাণের প্রকল্প বাতিল ও জীববৈচিত্র্য-প্রকৃতি-পরিবেশ রক্ষার দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সিপিবি ও বাসদ। মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত। বিশ্ব ঐতিহ্য ধ্বংস করার অপচেষ্টা চলছে। এই বন দেশের ফুসফুস।’ -নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 

হাতির আক্রমণে মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে বন্যহাতির আক্রমণে আহত মো. ইসমাইল চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন। ইসমাইল ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারমার পাড়ার আবদুল হামিদের ছেলে। মঙ্গলবার ভোর রাতে এই ঘটনা ঘটলেও ওইদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেলে মারা যান তিনি। -চকরিয়া প্রতিনিধি

 

নদীভাঙন রোধে মানববন্ধন

বরগুনার বিষখালী নদীর অব্যাহত ভাঙন রোধে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বামনা উপজেলার রামনা ইউনিয়নের বাসিন্দারা। উপজেলার পুরান লঞ্চঘাট ভাঙনকবলিত এলাকায় গতকাল এ মানববন্ধনে দক্ষিণ রামনা, উত্তর রামনা ও চলাভাঙ্গা গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন। -বরগুনা প্রতিনিধি

 

যুবলীগের কর্মিসভা

যুবলীগের পুনর্মিলনী ও সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর যুবলীগের কর্মিসভা বুধবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোতাহার হোসেন সাজু প্রমুখ। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর