শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শতাধিক দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার সেনপাড়া মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আগুনে বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ায় ওই এলাকায় মঙ্গলবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানান, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কাপড়, কসমেটিক্স, জুতা, চায়ের দোকানসহ পুড়ে ছাই হয়ে যায় শতাধিক দোকান। স্থানীয় শত শত জনতা আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এদিকে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় মঙ্গলবার রাতে দুটি টুইস্টিং মিলে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। আগুনে পুড়ে যায় মেশিন ও মিলে মজুদ সুতা। এছাড়া সিদ্ধিরগঞ্জে একটি ডিপার্টমেন্টাল স্টোরসহ চারটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বিকালে হিরাঝিল ৩ নম্বর গলির ফাহিম ডিপার্টমেন্টাল স্টোর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আশপশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ খবর