শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ফ্যাশন ক্র্যাফট নিট ওয়্যার লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকা থেকে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে গতকাল বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় মহাসড়কটিতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, শ্রমিক ছাটাই বন্ধ, মাতৃত্বকালীন ছুটিসহ পাঁচটি দাবিতে গত ২০-২১ ও ২২ নভেম্বর কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে ২৩ নভেম্বর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর