শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গ্রামবাসী-সন্ত্রাসী সংঘর্ষ ২০ জন গুলিবিদ্ধ

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী শম্ভুপুরায় ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় কৃষকদের সঙ্গে সন্ত্রাসীদের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর, মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন গুলিবিদ্ধসহ ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও পুলিশ জানান, শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা-১ এলাকায় বালু মহালের ইজারা নেন জাতীয় পার্টি নেতা নান্নু। ইজারা নিয়েই চরকিশোরগঞ্জ ও চরহোগলা এলাকায় ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন তারা। ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে গতকাল কৃষকরা বালু উত্তোলন বন্ধ করার ঘোষণা দিলে সন্ত্রাসীরা হামলা করে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে হামলা করলে দুপক্ষে সংঘর্ষ বাধে। দুই দফা হামলা আর সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ আহত হন ৪৫ জন। উত্তেজিত গ্রামবাসী সন্ত্রাসী ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ ঘরবাড়ি ভাঙচুর করে। সোনারগাঁ থানার ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর