শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুবলারচরে রাস উৎসব শেষ হলো পুণ্যস্নানে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচরে গতকাল ভোরে পূর্ণিমার প্রথম জোয়ারে সমুদ্রের পানিতে শ্রী কৃষ্ণের পুণ্যস্নানে অংশ নেওয়ার মধ্য দিয়ে শেষ হল তিন দিনব্যাপী রাস উৎসব। এবার দেশ-বিদেশের প্রায় ৩০ হাজার সনাতন হিন্দু নরনারী পাপ মোচনের প্রত্যাশায় পুণ্যস্নানে অংশ নেন। এরআগে অস্থায়ী রাস মন্দির ভগবান শ্রী কৃষ্ণসহ দেব-দেবীদের উদ্দেশে পূজা-অর্চনায় অংশ নেন পুর্ণাথীরা। এই পূজা-অর্চনার আগে বুধবার রাতে অস্থায়ী মন্দির প্রঙ্গণে রাস উৎসব উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। র‌্যাব ডিজি তার বক্তবে সুন্দরবনসহ উপকূল ‘দস্যুমুক্ত’ করার ঘোষণাসহ সুন্দরবনে র‌্যাবের আরও দুটি ক্যাম্প করা হবে বলেও পুণ্যাথী, ইকো ট্যুরিস্ট ও জেলেদের জানান।

কলাপাড়ায় রাস মেলায় দর্শনার্থীর ঢল : কলাপাড়া প্রতিনিধি জানান, পটুয়াখালীর কলাপাড়ায় রাস মেলায় হাজার হাজার দর্শনার্থীর ঢল নেমেছে। গতকাল মেলার দ্বিতীয় দিনে মদন মোহন সেবাশ্রমের মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। এ মেলা চলবে রবিবার পর্যন্ত।

সর্বশেষ খবর