শিরোনাম
শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
উত্তপ্ত বিশ্বনাথ

পাল্টাপাল্টি সভা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষের জের ধরে শুক্রবার দিনভর উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। উভয়পক্ষের মারমুখী অবস্থান ও পাল্টাপাল্টি সভায় উত্তপ্ত হয়ে ওঠে শান্ত জনপদ বিশ্বনাথ। জুমার নামাজের পর থেকেই লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরে অবস্থান নিলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী পক্ষের লোকজন পুরান বাজারের কলেজ রোডে এবং ভাইস চেয়ারম্যান আহমেদ নূর-উদ্দিন পক্ষের লোকজন নতুন বাজারের মাইক্রোবাস স্ট্যান্ডে পাল্টাপাল্টি প্রতিবাদ সভার ডাক দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এদিকে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ দুপক্ষের সভাস্থলের মাঝামাঝি অবস্থান নেয়। দিনের শেষে উভয়পক্ষই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ শেষ করে।  উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলা পরিষদের সমন্বয় সভায় বরাদ্দ নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটে। প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর