রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

কসবায় যুবক অপহরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলাম  নামে এক যুবককে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তিনদিনেও তাকে উদ্ধার করতে পারেনি। কসবা থানা ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে। উদ্ধারের চেষ্টা চলছে। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মাদকবিরোধী সভা

মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর জীবন চাই- এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় মাদক ও সন্ত্রাসবিরোধী সভা হয়েছে।

ডেমরা ইউপি চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন রতনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি মাঈনুল হাসান, এসি তারেক , ওসি ডেমরা এসএম কাওসার, অধ্যক্ষ ইউনুস মোল্লা, শরিফউদ্দিন ভূইয়া, ওবায়দুল হক, রুহুল আমিন মোল্লা প্রমুখ। -রূপগঞ্জ প্রতিনিধি

বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

শরীয়তপুরের জাজিরা উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের এ ঘোষণা দেন। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক।-শরীয়তপুর প্রতিনিধি

সম্ভাব্য মেয়র প্রার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা বিএনপির নেতা, সোহরাব উদ্দীন (৫২) শুক্রবার রাত দেড়টার দিকে প্রচারণা শেষে পৌর সদরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।-হোসেনপুর প্রতিনিধি

সাংবাদিক সমাবেশ

ভুয়া সাংবাদিক প্রতিহত, সাংবাদিকতার মানোন্নয়ন ও মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে গতকাল বরগুনা শহরের জাগো নারী মিলনায়তনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার বিজয় বসাক প্রমুখ। -বরগুনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর