রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন স্কুল

অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এম এ শাহীন, সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে  অতিরিক্ত ১০ লাখ টাকা ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ বিদ্যালয়ের অধ্যক্ষ নিজের খেয়ালখুশি মতো বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করেছেন বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার টাকার বেশি করে আদায়ের মাধ্যমে ৩২৪ জন শিক্ষার্থীদের কাছ থেকে ১০ লাখ টাকা অতিরিক্ত আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ শিক্ষার্থীদের রসিদ দেওয়া হচ্ছে ২ হাজার ১৩৫ ও ২ হাজার ৩৫ টাকার। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ফরম পূরণ চলছে। বোর্ড নির্ধারিত ফি হলো- মানবিক ও বাণিজ্য শাখায় ১ হাজার ৩৫৫ এবং বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৪৪৫ টাকা। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ ৪ হাজার ৬২০ টাকা নিচ্ছে। রসিদ দেওয়া হচ্ছে ২ হাজার ১৩৫ টাকার। ব্যাংক ড্রাফট বাবদ ৮৫ টাকা, উন্নয়ন ফি ৫০০ টাকা, কোচিং ফি ১ হাজার ৬০০ টাকা ও মডেল টেস্ট ফি ৩০০ টাকা করে অতিরিক্ত নিয়ে ৩২৪ জনের কাছ থেকে ১০ লাখ টাকা অতিরিক্ত আদায় করেছে। এ সব টাকার কোনো রসিদ দিচ্ছে না। অভিভাবকরা জানান, কেউ কোচিং না করার সিদ্ধান্ত নিলেও তাকেও কোচিং ফি দিতে হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ নূরুল ইসলাম অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, ভালো লেখাপড়া করতে হলে অবশ্যই কোচিং করতে হবে। আমি চাই আমার স্কুলের শিক্ষার্থীরা পাশের অন্যান্য স্কুলের তুলনায় ভালো ফলাফল করুক। এদিকে খোঁজ নিয়ে সিদ্ধিরগঞ্জের অন্যান্য বিদ্যালয়েও বোর্ড নির্ধারিত ফির কয়েকগুণ বেশি ফি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের।

সর্বশেষ খবর