সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্বাচনী উত্তাপে ময়মনসিংহ

সৈয়দ নোমান, ময়মনসিংহ

নির্বাচনী উত্তাপে ময়মনসিংহ

নির্বাচনী উত্তাপে ভাসছে ময়মনসিংহ জেলার পৌর নির্বাচনের এলাকাগুলো। শাসক দল আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠ। অন্যদিকে পুলিশি হয়রানি আতংকে আছেন সংসদের বাইরে থাকা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রার্থীরা। ফুলপুর : মেয়র পদে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র শাজাহান, উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু। বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি আমিনুল হক, বিএনপি নেতা রকিবুল হাসান সোহেল ও স্বতন্ত্র প্রার্থী এমএইচ ইউসুফ। গৌরীপুর: কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি, বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি। বিএনপি থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরাফ উদ্দিন খান পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ এবং অপর যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক ।

মুক্তাগাছা : শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার ও বর্তমান পৌর মেয়র আব্দুল হাই আকন্দ। বিএনপি থেকে সাবেক মেয়র মানছুরুর রহমান খান রেজুন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান লেলিন। ফুলবাড়ীয়া : আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র গোলাম কিবরিয়া ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা। বিএনপির উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মাহমুদ। ত্রিশাল : আওয়ামী লীগের বর্তমান মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এএমএন সুভা মিয়া আকন্দ। বিএনপির উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন সরকার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম। ঈশ্বরগঞ্জ: আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবুল খায়ের, বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান। বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ ভুলু এবং সাধারণ সম্পাদক নূর আলম জিকু। নান্দাইল: আওয়ামী লীগের দুই সাবেক মেয়র রফিক উদ্দিন ভূইয়া ও আব্দুস সাত্তার ভূঁইয়া। বিএনপির বর্তমান মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল ও  এম আলমগীর হোসেন সরকার ও জাতীয় পার্টির শরীফুজ্জামান জুয়েল। গফরগাঁও : কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বর্তমান মেয়র অ্যাড. কায়সার আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সুমন। বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি ফজলুল হক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন। ভালুকা : আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র ডা. একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, সাদিকুর রহমান তালুকদার, ওমর ফারুক ও সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী অ্যাড. রাখাল চন্দ  সরকার। অপরদিকে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন দুবারের সাবেক মেয়র ও পৌর বিএনপি সদস্য মফিজ উদ্দিন সরকার ও হাতেম আলী খান।

সর্বশেষ খবর