সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুন্সীগঞ্জ ও বরগুনায় তিনজনের ফাঁসি

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জের চাঞ্চল্যকর রিয়াজ হত্যা এবং বরগুনার সোহরাব হত্যা মামলায় গতকাল আদালত রায় দিয়েছেন। রিয়াজ হত্যার রায়ে দুজনের ফাঁসি এবং অপর দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সোহরাব হত্যা মামলায় একজনের ফাঁসির দণ্ডাদেশ হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়ার চাঞ্চল্যকর রিয়াজ হত্যা মামলায় দুজনের ফাঁসি এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন গজারিয়া উপজেলার যষ্টিতলা গ্রামের আবদুল হক খানের ছেলে মো. রিপন (২২) ও হুগলাকান্দি গ্রামের হাছেন ভূইয়ার ছেলে শামিম (২০)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মো. জালাল (২৮) ও মো. মঞ্জিল (২৬)। এদের মধ্যে মঞ্জিল পলাতক রয়েছেন। বিকালে আদালতের দেওয়া এই রায়ের পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন ও শামিম এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জালাল কান্নায় ভেঙে পড়েন। প্রসঙ্গত, একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে ২০০৯ সালের মার্চ মাসে গজারিয়ার যষ্টিতলা গ্রামের গোলবক্স বেপারীর ছেলে রিয়াজকে হত্যা করা হয়। তার মৃতদেহ স্থানীয় ধানখেতে পাওয়া যায়। বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামে সোহরাব (৫২) নামের এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি মোতালেবকে (৫৫) ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান। গতকাল বেলা আড়াইটার দিকে এ রায় দেওয়া হয়। উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি সোহরাব হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

সর্বশেষ খবর