সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
নাটোর পৌরসভা

প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামত নেওয়ার দাবি

নাটোর প্রতিনিধি

নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের যাকে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে তিনি আওয়ামী লীগের কেউ নন। জীবনে কখনো এক মিনিট দলের জন্য কাজ করেননি, শুধু সদরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভগ্নিপতি বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া বাতিল করে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত অনুযায়ী মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বিকালে নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া তার চেম্বারে সংবাদ সম্মেলনে এই দাবি জানান। তিনি বলেন, নাটোর সদর উপজেলা, নাটোর পৌরসভা ও ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত না মেনে জোর করে স্থানীয় এমপি তার ভগ্নিপতি সাজেদুল আলম খান চৌধুরী ওরফে বুড়া চৌধুরীর নাম প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠিয়েছেন। এই মনোনয়নে তৃণমূলের নেতা-কর্মীদের কোনো মতামত বা ভোট নেওয়া হয়নি। এমনকি নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের যে ছয়জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন তাদেরও মতামত নেওয়া হয়নি। তিনি বলেন, যে বুড়া চৌধুরী আগে দুই বার পৌর মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে একবার ছয় হাজার ৩০০ এবং আরেকবার তিন হাজার ২০০ ভোট পেয়েছেন। তাকে দিয়ে নাটোরে আওয়ামী লীগের বিজয় সম্ভব হবে না।

সর্বশেষ খবর