সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

গ্যাসের সংযোগ লাইনে বিস্ফোরণ

গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় গতকাল রবিবার দুপুরে এসবি ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিএইচআইএস এ্যাপারেলস পোশাক কারখানায় গ্যাস সংযোগকালে প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকার শত শত বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের কর্ণধার জহির হোসেন পলাতক রয়েছেন । - টঙ্গী প্রতিনিধি

সেই ভয়াল ২৯ নভেম্বর

গতকাল ছিল ভয়াল ২৯ নভেম্বর। ১৯৮৮ সালের এই দিনে প্রলঙ্করি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়েছিল দেশের উপক‚লীয় জনপদ। ভয়াবহতম সেই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বাগেরহাটসহ উপকূলীয় জনপদ। নিশ্চিহ্ন হয়ে যায় মানুষের ঘরবাড়িসহ সহায়-সম্বল। বাগেরহাটের ৪ উপজেলা শরনখোলা,  মোড়েলগঞ্জ, রামপাল ও মংলায় প্রাণ হারায় কয়েক হাজার মানুষ। বঙ্গোপসাগরের ডুবে মারা যায় সহস্রাধিক জেলে। -বাগেরহাট প্রতিনিধি

ইউনিয়ন ডিজিটাল সেন্টার

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঘোড়ার গাড়ি ও বাদ্যযন্ত্র বাজিয়ে গতকাল নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার নুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। -নরসিংদী প্রতিনিধি

সর্বশেষ খবর