সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিদ্ধিরগঞ্জে পুলিশের গ্রেফতার বাণিজ্য

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এক এসআইয়ের বিরুদ্ধে বেপরোয়া গ্রেফতার-বাণিজ্য ও অপরাধীদের সঙ্গে সখ্যতার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার অধীনে থাকা সোর্সেরাও বিভিন্ন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে দাবড়ে বেড়াচ্ছে সর্বত্র। জানা গেছে, গত ২৬ নভেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জ ১ নম্বর পাইনাদী হাজী সামসুদ্দিন স্কুল এলাকা থেকে রুবেল নামে এক দোকানিকে আটক করেন এসআই আজহারুল ইসলাম। পরে পুলিশের গাড়িতে করে দিনভর এদিক-সেদিক ঘোরাঘুরি করে রাত ৮টার দিকে ১৩ হাজার টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া ওই দোকানির হিরাঝিলে মাই গ্যালারী নামক বস্ত্র বিতান থেকে এসআই আজহারুলসহ অন্য পুলিশ সদস্যরা পছন্দমতো নতুন প্যান্ট-শার্ট নিয়ে যান। একই দিনগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ৪ নম্বর গলিতে আব্দুল মতিনের বাড়ির ভাড়াটিয়া পুরাতন কাপড় ব্যবসায়ী রতন মিয়াসহ চারজনকে আটক করে। ইয়াবা সেবনের অভিযোগে তাদের হাতকড়া পরানো হয়। রাত ২টার দিকে ৪৫ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা দুই বস্তা পুরাতন কাপড় নিয়ে যান। এছাড়া কিছু দিন আগে আহসান উল্লাহ সুপার মার্কেট কাঁচা বাজারে আবু তালেব নামে এক মাছ ব্যবসায়ীর বাসায় গিয়ে আসবাবপত্র তছনছ করে এসআই আজহারুল ও তার সোর্স নজু। পরে তাদের ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে তাদের কাছে থাকা ৫৩ হাজার টাকা, তিন জোড়া কানের দুল ও একটি স্বর্ণের রিং ছিনিয়ে নেন। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ হাজার ফেরত দেন এসআই আজহারুল। বাকি টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। নজু ছাড়াও ইকবাল, শহীদ, মনির ওরফে দাত ভাঙ্গা মনিরসহ একাধিক সোর্স রয়েছে তার। তবে এই পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর