সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
টঙ্গীতে ডিবি পরিচয়ে অপহরণ

মহাসড়ক অবরোধ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী এরশাদ নগর ছোটবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও অসহায় মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ কাজী হারুন অর রশিদকে ডিবি পরিচয়ে অপহরণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এলাকাবাসী ও অপহৃতের ছেলে মোস্তফা বাবলু জানান, গত বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার সময় দত্তপাড়া হাসানলেন এলাকায় নিজ ভবনের তিনতলা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তার বাবা কাজী হারুন-অর রশিদ ও ভগ্নিপতি হারুনকে অস্ত্রের মুখে চোখ বেঁধে নোহা গাড়িতে  উঠিয়ে নিয়ে যায়। পরে কামারপাড়া সড়কে নিয়ে ভগ্নিপতিকে নামিয়ে বাবাকে নিয়ে যায়। পরে ডিবি অফিসে যোগাযোগ করে না পেয়ে শনিবার রাতে টঙ্গী থানায় অপহরণ মামলা করেন। এছাড়া গতকাল র‌্যাব-১ কার‌্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি দেখছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর