সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিশু আকিব হত্যার বিচার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ বছরের শিশু আকিবকে অপহরণের পর হত্যার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাহবুবুল আলমের সাভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত আকিবের বাবা জামালসহ আকিবের পরিবারের অন্যান্য সদস্য এবং এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মানববন্ধনে শিশু আকিবের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, অপহরণের পর ঘাতক রতন মিয়া ও জাহাঙ্গীর আমার কাছে মুক্তিপণ দাবি করে। আমি তাদের শর্তে রাজি হওয়া সত্ত্বেও তারা ফুটফুটে এই শিশুটিকে তারা রেহাই দেয়নি। গত সোমবার বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকা থেকে আকিবকে অপহরণ করে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শিশুটিকে হত্যা করে বন্দর রেললাইনস্থ দাইওর বিলের সামছুল মিয়ার পুকুরে ফেলে রাখে।

বৃহস্পতিবার বিকালে শিশু আকিবের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় রতন ও জাহাঙ্গীর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

সর্বশেষ খবর