মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

যজ্ঞানুষ্ঠান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বসুলিয়া ও ফটিয়াতলী এলাকায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও আলোচনা সভা গতকাল উপজেলার বসুলিয়া ও ফটিয়াতলী শ্রী শ্রী হরিজিঁউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শ্রী আলাপূর্ণ মণ্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের পূর্বাঞ্চল পরিচালক (ল্যান্ড) ও রূপগঞ্জের কায়েতপাড়া  ইউনিয়নে  আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন মোশারফ হোসেন ভ‚ইয়া, হাজী আলী আজগর ভ‚ইয়া, আবুল হাসেম মাস্টার, আলতাফ হোসেন, শ্রী জয়চন্দ্র মণ্ডল, মান্নান গাজী, আমীর হোসেন ভূইয়া, নূর মোহাম্মদ মেম্বার, কামাল হোসেন, ছাদেক হোসেন, বরকত উল্লাহ প্রমুখ।- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

২৯ কেজির কাতল

ফরিদপুরের পদ্মা নদী থেকে বড়শি দিয়ে ২৯ কেজি ওজনের একটি কাতল মাছ ধরে তাক লাগিয়ে দিয়েছেন সৌখিন মৎস্য শিকারি ব্যবসায়ী আসলাম শেখ। গতকাল সকালে শহরের টেপুরাকান্দির পদ্মা নদী থেকে বড়শি দিয়ে তিনি এ মাছটি ধরেন। কাতল মাছটির দাম ৩৪ হাজার টাকা উঠলেও আসলাম মাছটি বিক্রি করেননি। - ফরিদপুর প্রতিনিধি

 

অপহৃত ৫ জেলে উদ্ধার

সুন্দরবনের গহিন অরণ্যে বল নদীর জালিয়া খাল এলাকায় মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের সঙ্গে বনদস্যু কাদের মাস্টার বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টার দিকে এই গুলি বিনিময়ের পর বনদস্যুদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত ৫ জেলেকে উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড। 

উদ্ধার জেলেরা হলো জাহাঙ্গীর, আক্তারুল, খাইরুল, হোসেন ও রুবেল।

-বাগেরহাট প্রতিনিধি

সম্ভাব্য স্বতন্ত্র মেয়র প্রার্থীর আত্মসমর্পণ

নরসিংদীতে রেল ও শ্রমিক আন্দোলনের পৃথক দুটি মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ছাত্রনেতা এসএম কাইয়ুম। ২০১১ সালের ১ নভেম্বর জনপ্রিয় মেয়র লোকমান হত্যার পর কে বা কারা আন্তঃনগর ট্রেন আটক করে আগুন ধরিয়ে দেয়। সে সময় মামলায় কাইয়ুমসহ সাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়। সেই মামলায় গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় কাইয়ুমের শত শত সমর্থক আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। -নরসিংদী প্রতিনিধি

৫ লাখ টাকার তুলা পুড়ে ছাই

বাগেরহাটের মোরেলগঞ্জে সিগারেটের আগুনে একটি তুলার গুদাম ও বসতঘর পুড়ে গেছে। গতকাল বিকাল ৪টায় মোরেলগঞ্জ সদর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কুদ্দুস শেখের লেপ-তোশকের গুদামঘর ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। এতে তার কমপক্ষে ৫ লাখ টাকার তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। -মোরেলগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর