মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নাসিকের আরও চার কাউন্সিলর বরখাস্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আরও চার কাউন্সিলরকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল বিকালে স্থানীয় সরকার বিভাগ  থেকে এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন চারটি প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন, নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহ জালাল বাদল, ৬ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম মণ্ডল, ১৩ নম্বর ওয়ার্ডের মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও ১২ নম্বর ওয়ার্ডের নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকু। বরখাস্তদের মধ্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ কারাগারে রয়েছেন। এর আগে আরও তিন কাউন্সিলরকে বরখাস্ত করা হয়। এর মধ্যে সুলতান আহমেদ ও হান্নান সরকার রিট করে ৬ মাসের জন্য কাউন্সিল পদ ফিরে পেয়েছেন। অপর কাউন্সিলর এনায়েত হোসেন কারাগারে রয়েছেন। জানা যায়, গতকাল বরখাস্ত হওয়া কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে ৮টি, সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি, শওকত হাশেম শকুর বিরুদ্ধে ২টি ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ১৩টি মামলায় আদালতে অভিযোপত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা নাসিকের ৪ কাউন্সিলরকে বরখাস্ত করার কথা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর