মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৫৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

বিএসটিআই চট্টগ্রাম অফিস কুমিল্লার ১১টি উপজেলার ৫৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। পণ্যের গুণগতমান যাচাই ছাড়া বিক্রি করায় ওই প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে সোমবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। চট্টগ্রাম কার‌্যালয়ের সহকারী পরিচালক কেএম হানিফ জানান, চৌদ্দগ্রাম উপজেলায় ১৭টি, বুড়িচং উপজেলায় ১৮টি, দেবিদ্বার উপজেলায় ৬টি, আদর্শ সদর উপজেলায় ২টি, সদর দক্ষিণ উপজেলায় ১টি, দাউদকান্দি উপজেলায় ৩টি, বি-পাড়া উপজেলায় ৩টি, মুরাদনগর উপজেলায় ২টি, তিতাস উপজেলায় ১টি, চান্দিনা ২টি ও লাকসাম উপজেলায় ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ খবর