বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে কৌশলী প্রচারণা

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে কৌশলী প্রচারণা

ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ থেকে সম্ভাব্য মেয়র পদে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম এ মঈন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবদুল মজিদ আপেল, বর্তমান প্যানেল মেয়র বাবলুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আ স ম গোলাম ফারুক রুবেল এবং বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন, গোলাম সারোয়ার চৌধুরী রঞ্জু, শরিফুল ইসলাম শরিফ কৌশলে নির্বাচনী মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পীরগঞ্জ পৌরসভা : এ পৌরসভায় প্রচারণায় রয়েছেন আওয়ামী লীগ থেকে সাবেক মেয়র কশিরুল আলম, জাতীয় পার্টি থেকে সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হোসেন, বিএনপি থেকে রাজিউর রহমান রাজু। রানীশংকৈল : এখানে আওয়ামী লীগের ৭, বিএনপির ২, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ২ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগ থেকে প্রচারণায় আছেন মামুনুর রশিদ এ্যালবার্ট, ইসতেখারুল আলম, মোস্তাফিজুর রহমান মোস্তা, প্রসান্ত বসাক, রফিউল ইসলাম, সাধন বসাক ও জাহাঙ্গীর আলম সরকার। বিএনপির মঞ্জুরুল আলম ও মাহামুদুন নবী পান্না, জাতীয় পার্টির শামসুল আরেফিন ও স্বতন্ত্র মোকাররম হোসেন ও মখলেসুর রহমান। 

   

নেত্রকোনা ও দুর্গাপুর

আলপনা বেগম, নেত্রকোনা

এ পৌরসভায় প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক মেয়র নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র প্রশান্ত কুমার রায়, যুবলীগ নেতা মাসুদ খান জনি, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি উজ্জ্বল সাহা, সাবেক জিএস, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান রতন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান রেড ক্রিসেন্টের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক কমনরুম সম্পাদিকা অর্পিতা খানম সুমী। অপরদিকে নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আবদুল ওয়াহাব ভূইয়া প্রচারণায় রয়েছেন। দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্যদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র শ.ম. জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী মো. আবদুস ছালাম, পৌর সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আবদুর রাজ্জাক, সাবেক পৌর চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা কামাল পাশা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজমুল সায়াদাৎ বাবুল, উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. আবদুল হান্নান, কেন্দ্রীয় যুবলীগ নেত্রী  জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মোড়ল, মো. আলাউদ্দিন আলাল, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ছাত্রনেতা এম এইচ রিপন। বিএনপির সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান রুনু, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রওশন আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসানের ছেলে জামাল উদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সর্বশেষ খবর