বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পিকেটারদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ চলাকালে গতকাল দীঘিনালা সড়কে পিকেটারদের কবল থেকে বাঁচতে গিয়ে এক স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ছাত্রের নাম পনেশ্বর ত্রিপুরা। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সদস্য দ্বিতীয়া চাকমার মুক্তির দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত আটটি পাহাড়ি সংগঠনের ব্যানারে গতকাল আধাবেলা এই অবরোধ ডাকা হয়। জানা গেছে, ৮/১০ জন ছাত্র খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে গাড়ি না পেয়ে মিনি ট্রাকে উঠে। এ সময় ছাত্রভর্তি ট্রাকটিতে পিকেটাররা ইট পাটকেল ছুঁড়ে। ছাত্ররা প্রাণভয়ে তড়িঘড়ি করে ট্রাক থেকে নামার চেষ্টা করে। এ সময় পেছনের চাকায় চাপা পড়ে পনেশ্বর ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যায়।

মাদারীপুরে শিশু : মাদারীপুর প্রতিনিধি জানান, জেলার সাধুর ব্রিজ এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় জিহাদ সরদার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। জিহাদ স্থানীয় সূচনা কিন্ডার গার্ডেন স্কুলের প্লের ছাত্র।

সর্বশেষ খবর