বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রতিবাদে পরীক্ষা স্থগিত

আওয়ামী লীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপার ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াকে মারধর করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিউদ্দীন মেম্বর। গতকাল সকালে এ ঘটনা ঘটে। প্রতিবাদে শিক্ষকরা এদিনের বার্ষিক পরীক্ষা স্থগিত করে লাঞ্ছনার বিচার দাবি করেন। জানা গেছে, বাংলা পরীক্ষা শুরুর আগে নবম শ্রেণির ছাত্র সাগর আনড্রেসে শ্রেণিকক্ষে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত শিক্ষক দেবাশিষ কুমার তাকে স্কুলের পোশাক পরে আসতে বলেন, নতুবা প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আসার জন্য বলেন। পরে ওই ছাত্র বিষয়টি তার পিতা দুধসর ইউনিয়নের মেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিউদ্দীনকে জানায়। তিনি স্কুলে এসে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াকে মারধর করে সব শিক্ষক ও ছাত্রদের সামনে গালিগালাজ করেন। এতে শিক্ষকরা অপমানিত হয়ে বার্ষিক পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন।

এদিকে স্কুলের ১২০০ ছাত্রছাত্রীর বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এমদাদ হোসেন জানান, অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে স্কুলের বার্ষিক পরীক্ষা হয়নি। আওয়ামী লীগ নেতা শফিউদ্দীন মেম্বরের বিচারের দাবিতে শিক্ষকরা পরীক্ষা বর্জন করেছেন।

সর্বশেষ খবর